ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

রাজধানীতে পেশাদার ৩৭ ছিনতাইকারী আটক


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:১৩ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রাজধানীতে পেশাদার ৩৭ ছিনতাইকারী আটক
গ্রেপ্তারের প্রতীকী, ছবি:সংগৃহীত

 

রাজধানীর কোতোয়ালি, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পেশাদার ছিনতাইকারীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২মে) বিশেষ অভিযান চালিয়ে তিন থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. অপু (২৮), মো. আরিফ হোসেন (২০), মো. মাইন উদ্দিন (১৯), মো. শামীম (১৯), সাকিব শেখ (২১), সিফাত হাওলাদার (১৯), ইসমাইল (১৮), মো. রাজিব দেওয়ান (২২), মো. পারভেজ (১৯), মো. বাবলু (১৯), মো. রবেল (২০), ইব্রাহিম (২০), মো. রব্বি (২২), সাব্বির হাওলাদার (১৯), সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মো. মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১),  খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০), সানি (২৬), শুভ হাওলাদার, শাহজাহান, তানভির ও ১৬ বছর বয়সী এক কিশোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গণযোগ/মিশরী হক

Side banner
Side banner
Link copied!