আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ সকাল ৮.৩০টায় রাজধানীর কাকরাইল মোড় থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
কাকরাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে গিয়ে র্যালি শেষ হয়।
ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহিব্বুল্লাহর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুইয়া, মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমান প্রমুখ।
গণযোগ/এমএইচ