রেমিট্যান্স প্রবাহের গতিশীলতা থেমে নেই। এপ্রিল মাসে এর পরিমান দাড়িয়েছে প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।
গত বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। যা আগের বছরের এপ্রিলের চেয়ে অনেক বেশি। গত ঈদের আগে একক মাস হিসাবে মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল।
বিশ্লেষন করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৮০ হাজার ডলার।
একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ১১ লাখ ১০ হাজার ডলার ইসলামী ব্যাংকের মাধ্যমে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অর্গনীতি চাঙ্গা রাখতে এই রেমিট্যান্স প্রবাহের বিকল্প নেই।
গণযোগ/এমএইচকে