ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

পাকিস্তানের বিষয়ে আইএমএফ-কে ভারতের অনুরোধ


গণযোগ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৩:০৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম পাকিস্তানের বিষয়ে  আইএমএফ-কে ভারতের অনুরোধ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-কে পাকিস্তানকে দেওয়া ঋণসমূহ পর্যালোচনা করার জন্য অনুরোধ জানিয়েছে ভারত।

শুক্রবার (২ মে) সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানকে দেওয়া ঋণ আইএমএফ-এর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।


ভারতের সরকারি সূত্র রয়টার্সকে আইএমএফের ঋণ পর্যালোচনার আহ্বান জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি।


উল্লেখ্য, পাকিস্তান গত বছর আইএমএফ-এর কাছ থেকে ৭ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা কর্মসূচি অর্জন করে এবং মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের একটি নতুন জলবায়ু সহনশীলতা ঋণ পায়।

এই কর্মসূচিটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান বলেছে, এই আর্থিক কর্মসূচির মাধ্যমে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে এবং দেউলিয়া হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পেরেছে।

আইএমএফ ও ভারতের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

 

পাকিস্তানের অর্থমন্ত্রী উপদেষ্টা জানিয়েছেন, আইএমএফ কর্মসূচিটি ‘সম্পূর্ণরূপে সঠিক পথে’ রয়েছে। পাকিস্তান ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক করেছে।

পাকিস্তানের অর্থ  উপদেষ্টা আরও বলেছেন, আমরা প্রায় ৭০টি বৈঠক করেছি। যেহেতু আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তাই বিনিয়োগ ও পাকিস্তানকে সমর্থনের ক্ষেত্রে তাদের আগ্রহ ছিল।

 

যদিও ইসলামাবাদ হামলার কোনও সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ভারত একটি গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। যার ফলে এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন করে সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশদুটির মধ্যে উত্তেজনা বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে।

 

গত সপ্তাহে পেহেলগামে পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!