ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

মৎস্যজীবীদের মিছিলের নেতৃত্বে লাকী আক্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৬:২০ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মৎস্যজীবীদের মিছিলের নেতৃত্বে লাকী আক্তার
মৎস্যজীবীদের মিছিলে লাকী আক্তার  । ছবি: সংগৃহীত

 

ঢাকা,১২ মার্চ,২০২৫:

জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন।  বুধবার (১২ মার্চ)  এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ  সময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারকে।

জানা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় তাদের হাতে  ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘প্রকৃতির জলাধার, মানব না টেন্ডার, বাঁওড় মৎস্যজীবীর ন্যায়সংগত অধিকার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।  

তাদের দাবি, ইজারা বাতিল করে প্রকৃত বাঁওড় মৎস্যজীবী জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা বাস্তবায়ন। এছাড়া তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ খেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল, বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে। 

অপরদিকে গতকাল রাতে লাকি আক্তারের গ্রেপ্তার চেয়ে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

গতকাল (১১ মার্চ) দিনের বেলা রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ ‘ফ্যাসিবাদের দোসরদের’ গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে  শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান।

বুধবার রাত ২টার দিকে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।

 

Side banner
Side banner
Link copied!